শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় নদীতে ডুবে জিলানী (৩২) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, ঘটনার ৭ ঘন্টা পরও লাশ উদ্ধার করা সম্ভব হয় নি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টায় নবীনগর পৌর এলাকার মনু বাবুর ঘাট সংলগ্ন বুড়ি নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া যুবক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোহাগড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি নবীনগর পৌর এলাকার কলেজে পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১০ টায় হেলাল ও জিলানী তিনটি মহিষ নিয়ে সাঁতারে বুড়ি নদীর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে নিয়ে যাওয়ার সময় হেলাল অপর পাড় পৌঁছে গেলেও মাঝ নদীতে ডুবে যায় জিলানি। স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান পায় নি জিলানীর।
এ দিকে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে নবীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনা ৭ ঘন্টা পরও নিখোঁজ জিলানীর সন্ধান পাওয়া যায় নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, সকালে ছয়টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবুর ঘাট থেকে নদী সাঁতরে বগডহর যাচ্ছিলেন। হেলাল তিনটি মহিষ নিয়ে নদী পার হতে পারলেও জিলানী পার হতে পারেননি। জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তবে বাকি তিনটি মহিষ তীরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।