Wednesday , 24 April 2024
শিরোনাম

নবীনগরে নোয়াফের কার্যকরী পরিষদ পুনর্গঠিত, সভাপতি শফিকুল ইসলাম,সাঃ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের (নোয়াফ) কার্যকরী পরিষদ পুনগর্ঠিত। মঙ্গলবার (৭ জুন) নোয়াফের সভাপতি সফিকুল ইসলাম শফিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফেইসবুক পোস্টে নোয়াফের পুনর্গঠিত কার্যকরী পরিষদের কমিটির নাম ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন,নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের (নোয়াফ) নতুন কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি নোয়াফ কার্যালয়ে নোয়াফ সভাপতি সফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এক জরুরী সভায় সর্বসম্মতক্রমে নোয়াফের নতুন কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়। এসময় নোয়াফের উপদেষ্টা পরিষদও পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত নোয়াফের উপদেষ্টা পরিষদের সদস্যগণ হলেন,
উপদেষ্টা- ডা. মিজানুর রহমান, অধ্যক্ষ শরীফা রাজিয়া, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, এমদাদুল হক সরকার, সাংবাদিক সুভাষ সাহা, সাংবাদিক হাছান জাবেদ, সাংবাদিক জাবেদ রহিম বিজন, অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান ।

পুনর্গঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ হলেন,
সভাপতি- সফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি- দার্শনিক মোজাম্মেল হক,সহ-সভাপতি- মোস্তফা কামাল হায়দার মাশরেকী,সহ-সভাপতি – বিপুল চন্দ্র সাহা, সহ-সভাপতি- জাহাঙ্গীর আলম খান,সহ-সভাপতি- রতন চন্দ্র চন্দ,সহ-সভাপতি- অভিজিত বনিক।
সাধারণ সম্পাদক – গৌরাঙ্গ দেবনাথ অপু,যুগ্ম সাধারণ সম্পাদক- আমজাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক- বর্ষণ ফারহান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক – মো. নাছির চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক- মাহাবুব মোর্শেদ,সাংগঠনিক সম্পাদক- খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক- মিঠু সূত্রধর পলাশ,অর্থ সম্পাদক- টিটন চন্দ্র পাল,দপ্তর ও প্রচার সম্পাদক- এস এ রুবেল,তথ্য, প্রযুক্তি ও যোগোযোগ বিষয়ক সম্পাদক- প্রদীপ আচার্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- শুভেন্দু চক্রবর্তী শুভ, সমাজ কল্যাণ সম্পাদক – ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক- মাহাবুবর রহমান,আপ্যায়ণ সম্পাদক- শ্যামল বর্মণ শিমুল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডা. জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক- ব্যারিষ্টার আশরাফ রহমান, শিক্ষা বিষয়ক সম্পিদক- মো. হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- আবুল কাশেম,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক-(ক) বোরহান খান (জার্মানী)
(খ) তানভীর আহমেদ মিঠু,(গ) বাছির আহমেদ ভিপি বাছির, (জাপান),(ঘ) আবদুল্লাহ আল মুক্তাদির (জাপান),(ঙ) ইমরান খান (ইটালী)।

ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক- আশিকুর রহমান আশিক,পাঠাগার সম্পাদক- মাইদুল ইসলাম চৌধুরী,

নারী বিষয়ক সম্পাদক- ইয়াসমিন জাহান।কার্যকরী পরিষদের সদস্যগণ হলেন
সভাপতি ও সাধারণ সম্পাদক (নবীনগর প্রেসক্লাব, পদাধিকার বলে)
অনলাইন এ্যাক্টিভিস্ট আবু জাফর সাঈদ( লন্ডন) গোলাম মোস্তফা (ঢাকা),,নুর মোহাম্মদ নবী(ঢাকা) সঞ্জয় সাহা (ভোলাচং), আবুল কাশেম (সদর), সাহা রণদা প্রসাদ (সাতমোড়া), কাজী ওয়াজেদ উল্লাহ জসীম (সদর), মোঃ শাহজালাল (বাহরাইন) শাহ মো. মাহাবুব মোর্শেদ (দুর্গারামপুর), হারুন অর রশীদ (ফ্রান্স), সুব্রত দাস (সদর), দয়াল দাস পাল (ঢাকা), সাইদুর রহমান লিটন (সদর), সফিকুল ইসলাম (আদালত পাড়া), সাংবাদিক কৌশিক আহমেদ (ঢাকা), সাংবাদিক জহির রায়হান (ব্রাহ্মণবাড়িয়া), খন্দকার মনির হোসেন (রসুল্লাবাদ), মোস্তফা আহ (লহরী), মনিরুল ইসলাম মাস্টার (জগন্নাথপুর), সালাউদ্দিন বাবু (মনিপুর), এডভোকেট এনামুল হক চৌধুরী (মালাই), সাইফুদ্দিন আহমেদ মিঠু কালঘড়া), ইমতিয়াজ বেগ ইমন (জিনদপুর), আবুল হোসেন (কৃষি অফিস), নারায়ণ দেবনাথ (ব্যাংকার, কুমিল্লা), মোহাম্সদ মাসুদুল ইসলাম (ঠিকাদার, কুমিল্লা) আবদুল্লাহ আল মাসুম (সমাজসেবী, লাউর ফতেপুর), গোলাম জ্বিলানী (সিলেট), তারেক আশরাফ (রসুল্লাবাদ), পার্থরাজ দেব (ঢাকা), মোবারক হোসেন (চিত্রী), শেখ শামসুদ্দোহা (ব্যাংকার), জিএম কিবরিয়া (আলীয়াবাদ), আনোয়ার হোসেন (আলমনগর), শেখ হাফিজুর রহমান (জিনদপুর), মিজানুর রহমান (প্রবাসী) সুমন সরকার (বড়াইলের কথা), মাইনুদ্দিন মঈন (সলিমগঞ্জ), সাংবাদিক সম আকবর হোসেন (কৃষ্ণনগর), এ আর জসীম খান (কৃষ্ণনগর),আনোয়ার হোসেন (নবীপুর), আবদুল্লাহ আল রোমান (আলমনগর), রাকিব উদ্দিন (নারায়ণপুর) কামল খান (সদর), ওমর ফারুক রনক (বগডহর), আবদুল্লাহ আল তুষার (সদর), শুভ রাজ পাল (ভোলাচং), নুসরাত জাহান জেরিন, জান্নাতুল ফেরদৌস শোভা (আলীয়াবাদ) হেলাল ইসলাম(গোপাল পুর) নীপুলা নীপু, সাবিনা ইয়াছমিন পুতুল, মৌসুমী আক্তার মন্টি, ফোরকান উদ্দিন, ইলিয়াছ জাবেদ, আজিজুল হক আশিক,, নাজমুল ইসলাম শাহীন (ঢাকা), জসীম উদ্দিন (সৌদি আরব), আবুল কাশেম (বাহরাইন) আরিফ হোসেন (ইটালী), রাজীব জহিরুল (ইটালী), এম নাইমুর রহমান (কৃষ্ণনগর), এন এইচ কে মিঠু (ঢাকা), মাহবুবা রউফ (রতনপুর), ফখরুল ইসলাম মাসুম (ঢাকা), পলক আহমেদ (নরসিংদী) সাংবাদিক দেলোয়ার হোসেন (শাহবাজপুর), সুজন সাহা (ব্যাংকার বিটঘর) রুহুল আমীন বাবু (উত্তরা) কাজী আল ইমরান(গাজির কান্দি) কামাল হোসেন সিঙ্গাপুর ও সাইফুজ্জামান রাসেল (সৌদিআরব)।

মুঠোফোনে নোয়াফের কার্যকরী পরিষদের কমিটি পুনর্গঠনের বিষয়টি দৈনিক মতপ্রকাশকে নিশ্চিত করেছেন নোয়াফের সাঃ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x