শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩টি নৌযানকে অর্থ দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইনের নেতৃত্বে একদল আইনশৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমাণ আদালতে তিতাস নদীতে অভিযান পরিচালনা করে নৌযান তথা স্পিডবোটে জীবন রক্ষাকারী সরঞ্জামসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায়, অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে, উক্ত আইনের ৫৬ ধারা লঙ্ঘনের দায়ে ৬১ ধারায় ৩টি স্পিডবোটকে ২৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন যাত্রী ও চালকদের নৌ-যানে চালাচলের সময় লাইফজেকেটসহ অন্যান্য প্রয়োজনীয় ও জীবনরক্ষকারী জিনিসপত্র সাথে রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।