শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেব (৫০) কে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইনের নেতৃত্বে এবং নবীনগর থানার ওসি আমিনুর রশিদ ও ওসি (তদন্ত) নূরে আলমের সঙ্গীয় ফোর্সের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনরত অবস্থায় লিটন দেবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, মাদক সেবনরত অবস্থায় লিটন দেবকে হাতেনাতে আটক করা হয়। উক্ত অপরাধ আমলে নিয়ে স্বাক্ষীদের উপস্থিতে মাদকসেবী নিজের অপরাধ স্বীকার করায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদক সম্রাট লিটন (৫০)কে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে ১ বোতল মদ ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।