শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়
বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৬/৯/২৩) উপজেলার শিবপুর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজে মিলনায়তনে কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান এম আর মুজিদ, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অলিউডর রহমান ভূইয়া, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন কবির, সাংবাদিক মাহাবুব আলম লিটন, শাহিন রেজা টিটু, ওস্তাদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি শামীম রানা রতন, কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র নামে মিউজিয়াম, সঙ্গীত একাডেমি, পাঠাগার, মিলনায়তন, মুক্তমঞ্চ, পিকনিক কর্ণার ও অতিথিশালা সহ তাঁর বর্ণাঢ্য জীবন ও কীর্তি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান। পরে, তাঁর আত্মার মাগফিরাত কামনা দোয়া পড়া হয়।