Thursday , 25 April 2024
শিরোনাম

নবীনগরে ৭২ কোটি টাকার বেড়িবাঁধ প্রকল্পের পরিদর্শন,মূল্যায়ন কমিটির অসন্তোষ প্রকাশ

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বড়িকান্দি ইউনিয়নে শনিবার(১২ মার্চ) সকালে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ৭২ কোটি টাকা ব্যয়ে বড়িকান্দি হতে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন, মধ্যবর্তী মূল্যায়ন কমিটির প্রধান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইএমইডি) সাইফুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি আনোয়ার পাশা, ডেপুটি সেক্রেটারি দীপান্বিতা রায়,ডেপুটি সেক্রেটারি খায়রুন নাহার, পরিকল্পনা কমিশন ডেপুটি সেক্রেটারি সামছুল ইসলাম মেহেদী, ইউএনও একরামুল ছিদ্দিক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী(চলতি দায়িত্ব) রঞ্জন কুমার দাস ও ঠিকাদার এমএ জাহের, বড়িকান্দি ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীবৃন্দ ।

এসময় মূল্যায়ন কমিটি সাংবাদিকদের নিকট প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তবে ঠিকাদার প্রতিষ্ঠান আগামী জুনের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পূর্ণ কাজ শেষ করার আশ্বাস প্রদান করেন।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x