যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সরকারি অনুদানের ছবি ‘গলুই’। শুক্রবার এই ছবির মুক্তি উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক ও নায়ক ইমনসহ অনেকে।
‘গলুই’ নিয়ে শাকিব খানের বক্তব্য হলো, বাঙালি সংস্কৃতি যারা ভালোবাসেন, তাদের জন্যই ‘গলুই’। এই চলচ্চিত্র তারকার মতে, ‘আমাদের শেকড় গ্রামে। এটি (গলুই) গ্রামীণ জীবনের নিটোল প্রেমের সিনেমা।’
শাকিব বলেন, ‘এই সিনেমা নিয়ে বাংলাদেশি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। তারা ফোন করে তাদের মতামত জানিয়েছে। ঈদে যখন সিনেমাটা মুক্তি পেয়েছিল অনেকেই বলেছিলেন, এই সময়ে এমন আশি-নব্বইয়ের দশকের গল্পের সিনেমা চলবে না। গল্পে আধুনিকতার ছোঁয়া নেই। কিন্তু মুক্তির পর চিত্র উল্টে গেছে। অনেক বড় বাজেটের সিনেমাকে পেছনে ফেলেছে গলুই সিনেমাটি।’
শাকিব আরও বলেন, ‘অনেকেই বলেছেন, গলুই দেখে মনে হয়েছে ছোটবেলার গ্রামীণ মেলা, পালাগান আর নৌকা বাইচের দিনগুলোতে ফিরে গিয়েছি।’
এই চলচ্চিত্রটিতে শাকিব খান ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজসহ অনেকে।