Saturday , 20 April 2024
শিরোনাম

“ নিবন্ধিত নিউজ পোর্টালে রির্পোটার নিয়োগ বিজ্ঞপ্তি ”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা৫২নিউজ ডটকম সরকারি নিবন্ধন নং: ৫২। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলায় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ২৫ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

যারা আবেদন করতে পারবেন :

# শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে।(বিঃদ্রঃ অভিজ্ঞতার আলোকে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।)

# আগ্রহী প্রার্থীকে অবশ্যই সাংবাদিকতা পেশায় নূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

# প্রার্থীকে আমাদের পোর্টালের ফেসবুক পেইজ থেকে সাবলিল উপস্থাপনার সাথে সরাসরি লাইভ করায় দক্ষতা থাকতে হবে এবং (ভিডিও নিউজ তৈরির অভিজ্ঞতা থাকতে হবে)

# প্রার্থীকে অফিস প্রদত্ত সকল এসাইনমেন্ট দ্রুততার সাথে সম্পূর্ণ করার মন মনসিকতা থাকতে হবে।

# প্রতিনিধিদের বিজ্ঞাপন ব্যবস্থার মন মানসিকতা রাখতে হবে।

# প্রার্থীর নিজের মোটরবাইক/সাইকেল আছে এমন প্রার্থীদের আবেদন বেশি গুরুত্ব দেওয়া হবে।

# নির্বাচিত প্রার্থীদের ফুলটাইম মাঠের সাংবাদিক হিসেবে কাজ করতে হবে এবং নিজের রির্পোট নিজেকেই ড্রাফ্ট করতে হবে, ফলে প্রার্থীকে বাংলা ও ইংরেজীতে কম্পিউটার কম্পোজ জানতে হবে। ব্যাকরণ ও বানান সম্পর্কিত ভালো ধারণা থাকতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নতুন নতুন স্টোরি ও আইডিয়া তৈরি করতে হবে।

# যে সকল প্রার্থী নিজেকে সাংবাদিক হিসেবে বর্ণিত দপ্তরে কাজ করার জন্য নিজের পেশা হিসেবে নিতে ইচ্ছুক তাদের অগ্রাধিকার।

# বসে আছেন সময় কাটানোর জন্য কিছুদিন নিজেকে সাংবাদিক বানাতে চান , এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

# সাংবাদিকতা একটি সাহসী ও চ্যালেঞ্জিং পেশা ;  সুতরাং যারা সাহসী ও  চ্যালেঞ্জ নিতে আগ্রহী শুধু তারাই আবেদন করবেন।

# নির্বাচিত প্রার্থীকে প্রতি সপ্তাহে ২/৩ টা অনুসন্ধানী প্রতিবেদন পাবলিশ করার জন্য অফিসে জমা দিতে হবে।

# নির্বাচিত প্রার্থীকে একজন পেশাদার সাংবাদিক বানানোর দায়িত্ব আমাদের , আপনার দায়িত্ব হলো এই পেশার চ্যালেঞ্জ গ্রহন করা।

# যে সকল আগ্রহী ইতোমধ্যে সিভি পাঠিয়েছেন তাদের নতুন করে আর সিভি পাঠানোর প্রয়োজন নেই।

# সিভি পাঠানোর শেষ সময় ২৫/০৪/২০২২ ইং তারিখ। আবেদনের জন্য প্রার্থীর পূর্ণাঙ্গ সিভি, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্রের কপি ও ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ ইমেইলে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহীগণকে [email protected] / [email protected] এ ই-মেইলে আবেদন এবং ছবিসহ সিভি প্রেরণের অনুরোধ করা হলো। সিভিতে মোবাইল নম্বর ও ফেসবুক অ্যাড্রেস উল্লেখ করতে হবে।

যোগাযোগঃ 01723-127625,01711-281109,01551-059165,01712-140244,01626-945624,01784-260024

ওয়েব পোর্টাল:- www.Bangla52News.com

Check Also

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x