নিরপেক্ষ সাংবাদিকতা আমাদের মূল ম্যান্ডেট- জাকির হোসেন মহিন
মোঃ আরিফুল ইসলাম, ভোলা প্রতিনিধি।।
নিরপেক্ষ সাংবাদিকতা আমাদের মূল ম্যান্ডেট। অসহায় মানুষের সমস্যা ও ভোলার অপার সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য এবং এই আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ভোলা সদরের জিজেইউএস-এর হলরুমে ‘দৈনিক ভোলার বাণী’ পত্রিকার সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পত্রিকার কর্মরত সংবাদকর্মীদের অংশ নেয়। সভা সঞ্চালনা করেন চ্যানেল আই প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন মহিন আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের দর্পণ হিসেবে কাজ করা। তিনি ভোলার স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো গভীর থেকে অনুসন্ধানের মাধ্যমে জনসমক্ষে নিয়ে আসার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান এবং পত্রিকার সার্বিক অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন।
সভায় উন্মুক্ত আলোচনা পর্বে, পত্রিকার মানোন্নয়ন এবং এটিকে আরও পাঠকপ্রিয় করে তোলার বিষয়ে উপস্থিত সংবাদকর্মীরা নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি আধুনিক সাংবাদিকতার কৌশল অবলম্বনের ওপর জোর দেন। বিশেষ করে, বর্তমান ডিজিটাল মিডিয়ার যুগে মূলধারার সকল গণমাধ্যমের সাথে পাল্লা দিয়ে ‘ভোলার বাণী’র অনলাইন সংস্করণ ও সামাজিক মাধ্যমে উপস্থিতি আরও জোরালো করার ওপর সকলে গুরুত্বারোপ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সময়োপযোগী ও আকর্ষণীয় কনটেন্ট তৈরির মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকের কাছে পৌঁছানোর বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মন্ডলির সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোলার বাণী পত্রিকাটির মানোন্নয়ন এবং একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্পাদক ও সকল সংবাদকর্মীকে সাথে নিয়ে পর্যায়ক্রমে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।