গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। আজ রবিবার দুপুরে গুলশানে নিজের বাসার ছাদে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রেজা কিবরিয়া বলেন, ‘আমাকে সরানোর জন্য সে (নুরুল হক নুর) এত অস্থির হয়ে গেল যে ভোট ছাড়া সে সিদ্ধান্তটা নিয়ে নিল। আমাদের যে সংবিধান আছে সেখানে দুই-তৃতীয়াংশ কেন্দ্রীয় কমিটির ভোটে এই কাজটা করা সম্ভব।
আহ্বায়ক বা সভাপতি সরানো ৮১ জনের ভোটে হয়। এটা হয়নি।’
‘এ ছাড়া ভোটের আগেও তারা কিছু কাজ করেছে। তারা মিথ্যা স্বাক্ষর নিয়েছে।
যারা সই করেননি তাদের সই ওখানে দেখবেন। এটা মারাত্মক বিষয়। সে জন্য আমরা ভুয়া স্বাক্ষর ও অনিয়মের মধ্যে ভোটগ্রহণের বিষয়ে মামলা করব। নুরুল হক, রাশেদ খান ও শাকিল উজ জামান―এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হবে।