গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানিয়েছেন পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ উজ্জ্বল। গণঅধিকার পরিষদ সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল। সেটি বুঝতে পেরে অনেকেই গণঅধিকার পরিষদকে ধ্বংস করতে ওঠেপড়ে লেগেছে।
তিনি বলেন, রেজা কিবরিয়া আজকে যেসব অভিযোগ করছেন আমাকে নিয়ে, দলকে নিয়ে, তিনি দলে থাকাবস্থায় এসব অভিযোগ করেননি। বোঝাই যাচ্ছে ক্ষোভ ও রাগ থেকে এসব অভিযোগ করছেন।
বুধবার সকালে নিজের ফেসবুক থেকে ভিডিওবার্তায় তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের উত্থান থেকে এখন পর্যন্ত আমাদের নামে নানা অপপ্রচার চালানো হয়েছে। সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু কখনো আমরা থেমে যাইনি। বরং আমাদের চলার গতি আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
নূর বলেন, সাময়িক পরিস্থিতিতে মানুষ কিছুটা বিভ্রান্তিতে পড়েছে, এটি সত্য। কাজের মধ্য দিয়ে এটা কাটিয়ে উঠব, এটি আমাদের দৃঢ় বিশ্বাস।