ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান কমিটির কার্যক্রম স্থগিত থাকার কারণে পুনরায় আহবায়ক কমিটি গঠন সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরিয়া খানকায় পবিত্র আশুরা পালিত পবিত্র আশুরায় ঢাকায় তাজিয়া মিছিল শুরু জাবির দর্শন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর শাহরিয়ার, সাধারণ সম্পাদক রাসেল বাংলাদেশ সফর বাতিল করল ভারত ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা এম এ মালিকের নেত্রকোনায় প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা ড.আফম খালিদ হোসেন তিতাসে মাদক নির্মূলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেবে: প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

সাংবাদিক

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী নিখোঁজ আছে

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৈয়দ মশিউর রহমান ওই এলাকার সৈয়দ সোলায়মান কবীর খোকন ও তানিয়া কবীর দম্পতির ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

মশিউর রহমানের পরিবার জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মশিউর রহমান একই এলাকায় সুফিয়া সুলতান মহিলা মাদ্রাসার কাছে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মশিউর রাতে প্রাইভেট পড়তে আসেনি।

মশিউর রহমানের বাবা দন্তচিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর বলেন, ‘শুক্রবার রাত নয়টা পর্যন্ত বাসায় না আসায় শিক্ষকের কাছে ফোন করে জানতে পারি, সেখানেও সে যায়নি। আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার শরীরে খয়েরি রঙের গেঞ্জি, প্যান্ট ও স্যান্ডেল ছিল।’

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
৫১৫ Time View

নেত্রকোনায় প্রাইভেট পড়তে বেরিয়ে স্কুলছাত্র নিখোঁজ

আপডেটের সময় : ০৪:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী নিখোঁজ আছে

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান ওরফে তাজিম (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৈয়দ মশিউর রহমান ওই এলাকার সৈয়দ সোলায়মান কবীর খোকন ও তানিয়া কবীর দম্পতির ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

মশিউর রহমানের পরিবার জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে মশিউর রহমান একই এলাকায় সুফিয়া সুলতান মহিলা মাদ্রাসার কাছে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মশিউর রাতে প্রাইভেট পড়তে আসেনি।

মশিউর রহমানের বাবা দন্তচিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর বলেন, ‘শুক্রবার রাত নয়টা পর্যন্ত বাসায় না আসায় শিক্ষকের কাছে ফোন করে জানতে পারি, সেখানেও সে যায়নি। আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার শরীরে খয়েরি রঙের গেঞ্জি, প্যান্ট ও স্যান্ডেল ছিল।’

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে জানিয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে