পঞ্চগড় ভাউলাগঞ্জ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুটি মোটরসাইকেল জব্দ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) গভীর রাতে দেবীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নাহিদ হাসান এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ সফিকুল ইসলামসহ একদল পুলিশ চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবাইল ফোনে জানালে পুলিশ দল ঘটনাস্থলে গিএয়ে স্থানীয় চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চারজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আবু বক্কর সিদ্দিক পিতা-মৃত অহিদুল হক,
গ্রাম গোসাইগঞ্জ, ভোগডাবুরী ইউপি, থানা-ডোমার, জেলা-নীলফামারী।মোছাঃ সামিয়া ইসলাম স্বামী-মোঃ সালমান আহম্মেদ সোহাগ,গ্রাম -ভাউলাগঞ্জ বিজয়নগর, থানা-দেবীগঞ্জ। ইমতিয়াজ হায়দার প্রধান কনক পিতা-মোঃ মাসুম হায়দার প্রধান, গ্রাম-কেতকীবাড়ী প্রধানপাড়া, ডোমার, নীলফামারী।মোছাঃ সাবিনা ইসলাম মিম স্বামী-রাজবীর আহম্মেদ অনিক, গ্রাম-হবিনগর, শায়েস্তাবাদ।
অভিযানকালে পুলিশ একটি DERBY সিগারেট প্যাকেটের ভেতর থেকে ০৪ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৪ গ্রাম, মূল্য আনুমানিক ১,৬০০ টাকা) উদ্ধার করে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেন।
পুলিশ সূত্রে যানাযায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা যায়, ২নং ও ৪নং আসামীর স্বামী ইতোমধ্যে মাদক মামলায় জেলহাজতে রয়েছে এবং তাদের স্ত্রীগণ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্র আরো জানা যায় সামিয়া ইসলাম দীর্ঘদিন থেকে শুধু মাদক নয় তার বাসায় বিভিন্ন মেয়ে নিয়ে এসে ব্যবসা করেন স্থানীয়রা কিছু বলতে গেলে তাদেরকে বিভিন্ন মামলায় হয়রানীর করার ভয় দেখায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”
স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।