Thursday , 18 April 2024
শিরোনাম

পদ্মা সেতুতে প্রথমবারারের মতো জ্বললো ল্যাম্পপোস্টের আলো

পদ্মা সেতুতে পরিক্ষামূলক ল্যাম্পপোস্ট প্রজ্জ্বলিত করা হয়েছে। শনিবার বিকালে ৫টা ৪০ মিনিটের দিকে মাঝ নদীতে সেতুর ১২ নং স্প্যানে ল্যাম্পপোস্টগুলো প্রজ্জলন করা হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদেন বিষয়টি নিশ্চিত করেছেন। এটিই প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলন।

২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ কয় গত ১৮ এপ্রিল। পদ্মা সেতুর ৩৬তম স্প্যানে সব শেষ ল্যাম্পপোস্টটি স্থাপনের মধ্যদিয়ে কাজ শেষ হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ। মূল্য সেতুর বাকি থাকা ১ ভাগ কাজের মধ্যে ক্যাবল লেইং, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান আছে।

এছাড়া গ্যাস পাইপ লাইন ৯৯ দশমিক ২৫ ভাগ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন ৯৯ ভাগ অগ্রগতি হয়েছে। আগামী ২৫ জুন পদ্মা সেতুর সড়কপথ উদ্ধোধনের পর খুলে দেয়া হবে।

Check Also

রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত রিয়াদ, ১৭ এপ্রিল, ২০২৪

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x