ইউক্রেনে পশ্চিমারা বিপজ্জনক, নিষ্ঠুর ও নোংরা খেলা খেলছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, পশ্চিমারা ইউক্রেনে নোংরা খেলা খেললেও তাদের রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মস্কোতে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্টের অভিযোগ, পশ্চিমারা ঔপনিবেশিকতার দ্বারা অন্ধ হয়ে আছে এবং বাকি বিশ্বকে তারা দখলে রাখতে চাইছে।
এদিকে বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ রাষ্ট্র ও নাগরিকের মালামাল ইউরোপীয় ইউনিয়ন জব্দ করলে ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউরোপীয় ইউনিয়ন রুশ রাষ্ট্র ও নাগরিকের মালামাল জব্দ করলে এটি চুরির শামিল হবে। সূত্র: এএফপি।