পাবনায় সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে বোমা বিস্ফোরণ আহত -২

অন্যান্য

আব্দুল জব্বার পাবনা প্রতিনিধিঃ পাবনায় সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর পৈতৃক নিবাস নাটিয়াবাড়িতে প্রাচীরের সাথে বোমা বিস্ফোরণ হয়। এতে দু’জন শিক্ষার্থী আহত হয়।

আজ ৭ই মার্চ বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে যানা যায় নাটিয়াবাড়ি ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পড়ে প্রতিদিনের মতো শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির প্রাচীরের পাশে একটা বস্তা দেখতে পায় এবং কৌতূহল বষত বস্তাটিতে লাথি দিলে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে করে উক্ত বিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী গুরতর আহত হন।
তারা উভয় চরকান্দি গ্রামের দিলিপ কুমার এর ছেলে ও মেয়ে -অভি (১০) ও মন্দিরা ৮ গুরতর আহত হয়।গুরুতর অবস্থায় প্রথমে রাজনারায়ণপুর উপ-স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালেপাঠানো হয়েছে।

বোমা বিস্ফোরণ নিয়ে আমিনপুর থানা ইনচার্জ জনাব রওশন আলম জানান – বোমা বিস্ফোরণ কারা বা কেন ঘটানে হয়েছে সে বিষয়ে আমরা খতিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *