Thursday , 25 April 2024
শিরোনাম

পৌর পূজা উদযাপন পরিষদের বর্ণাঢ্য আয়োজন

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষার প্রহর গুণছে পুরো দেশবাসী। দেশ ও জাতির এ অানন্দঘন মুহুর্তকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (শুক্রবার) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ে জরুরি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী রাম সরকার, শ্রী তুষার কান্তি সাহা, শ্রী অসীম ভট্টাচার্য, শ্রী উত্তম দত্ত; শ্রী কৃষ্ণ সূত্রধর সহ-সাধারণ সম্পাদক, শ্রী রবীন্দ্রনাথ দাস সহ-সাধারণ সম্পাদক, শ্রী রাম ফৌজদার কোষাধক্ষ্য, শ্রী দীপক কুমার মুখার্জি সাংগঠনিক সম্পাদক, শ্রী রাজেশ দত্ত সহ-সাংগঠনিক সম্পাদক, শ্রী ভরত সাহা প্রচার সম্পাদক,শ্রী তপন বসাক আইন বিষয়ক সম্পাদক, শ্রীমতি দীপিকা রানী বসাক মহিলা বিষয়ক সম্পাদক সম্পাদক, শ্রী পার্থ কুমার সাহা গণসংযোগ সম্পাদক, সমীর দত্ত সাংস্কৃতিক সম্পাদক, শ্রী গৌরাঙ্গ সাহা সহ পূজা সম্পাদক, সম্মানিত কার্যকরী সদস্য জনার্দন বসাক, আনন্দ সাহা, বিশ্বজিৎ সাহা, দীপক বসাক, দিনু কুন্ডু, পলান পাল, প্রবীর কুন্ডু, মানিক সাহা, সুব্রত মুখার্জি লিখন প্রমূখ।

উক্ত জরুরি প্রস্তুতি সভায় আলোচনায বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, পদ্মা সেতু আমাদের গোটা জাতির অহংকার ও সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ, শিল্প ও অর্থনীতির ক্ষেত্রে বিপ্লব ঘটাতে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরসহ শিল্প-কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে পদ্মা সেতু। এটা আমাদের পরম পাওয়া।’
এদিকে, আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে শোভাযাত্রা সফল ও সাফল্যমন্ডিত করতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ আপামর শাহজাদপুরবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মানিক সরকার।

Check Also

যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী

চলমান রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ইরান-প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x