গাংনী প্রতিনিধিঃ গাংনীর কাথুলী ইউনিয়ানে চাউল না দিয়ে কার্ড ছিড়ে দিল ডিলার” শিরোনামে দৈনিক মেহেরপুর প্রতিদিন একটি সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাংবাদিক প্রতিবাদ জানিয়েছেন আব্দুস সবুর ইলিয়াস। প্রতিবাদে তিনি জানান, সিমা আক্তারের ছেলে আমার কর্মচারী হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার (১১ এপ্রিল) সীমা আক্তারের ছেলে ও আমার মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে তার সিমার বাড়িতে ফিরে যাই। পরে জানতে পারি আমার নামে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। নাকি তার খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড ছিড়ে ফেলেছি। তিনি আরও বলেন ২৭০ নং সিরিয়ালে টিপসই দিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল উত্তোলন করে নিয়ে যান। চাউল উত্তোলন করার পরে কার্ডের কোন দায়-দায়িত্ব আমাদের থাকে না অথচ দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় আমার নামে মিথ্যা অভিত্তিহীন সংবাদ প্রচার করে। সিমা আক্তার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানার কাছে চাউল উত্তোলনের বিষয়টি সত্যতা স্বীকার করেন।