বাংলাদেশে সমন্বিত উদ্যোগে গঠন করা হচ্ছে প্রবাসী শ্রমিক হাব (প্রবাসী ডিজিটাল সেন্টার-ইডিসি)। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।
পরিপত্র অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রবাসী শ্রমিক হাব গঠনে যৌথ উদ্যোগ নেবে।
এতে বলা হয়, সরকার প্রতিবছর ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। আর এ তারিখকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালন বা উদ্যাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২২ সালের ৪ ডিসেম্বরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দেশের অভ্যন্তরে ডিজিটাল সেন্টার সম্প্রসারণের লক্ষ্যে সাব-পোস্ট অফিস স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থান বরাদ্দ করে পদক্ষেপ গ্রহণ করবে জেলা প্রশাসন।
পরিপত্রে আরও বলা হয়, এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হলো।