প্রেমের টানে এবার মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ বাংলাদেশের কুমিল্লায় এসেছেন। গত রোববার (২৪ জুলাই) শ্বশুরবাড়িতে আসেন এ মালয় তরুণী।
প্রেমিক রাসেলকে বিয়ে করেছেন ওই তরুণী। রাসেল বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশীদের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাজের সূত্রে ২০১৪ সালে মালদ্বীপ যান রাসেল। এরপর ২০১৯ সালে মালে শহরের আহমেদ দিদিরের মেয়ে হাব্বা আহমেদের সঙ্গে রাসেলের পরিচয় হয়। এরপর এ পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়।
জানা গেছে, ২০২১ সালের অক্টোবরে মালে শহরের একটি বিবাহ রেজিস্ট্রি অফিসে তারা দুজনে বিয়ে করেন। এরপর রাসেল স্ত্রী হাব্বাকে নিয়ে বাংলাদেশে আসেন তিনি।
রাসেলের বাবা আবদুর রশিদ জানান, ‘তারা একে অপরকে মেনে নিয়েছে। আমার পুত্রবধূও সবার সঙ্গে মিলেমিশে থাকছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।’
পয়ালগাছা ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, ‘রাসেল কাজের সূত্রে মালদ্বীপে যায়। সেখানে তাদের পরিচয় হয়। দু’জন দু’জনকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন তারা দেশে এসেছেন।’বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, ‘ফেসবুকের মাধ্যমে এমন একটি খবর দেখেছি। তবে আমি ওই ইউনিয়নের বিট পুলিশ অফিসারকে দিয়ে খোঁজ এ বিষয়ে নিয়ে জানব।’