ফরিদগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭শে জুলাই ২০২৫) বিকেল ৪টায়, ৩ নং ওয়ার্ডের পূর্ব পোয়াঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মাঠে।কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মোতাহের হোসেন পাটোয়ারীর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী, সঞ্চালনায় ৩ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাসান মাসুম।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাজান গাজী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এমরান হোসেন স্বপন,সাবেক উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম,১ নং ইউপির সদস্য এমরান হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম খান,৩ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য বিল্লাল হোসেন (হকা), ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন শরীফ প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য ও আলোচনা শেষে ওয়ার্ড প্রতিনিধিদের হাতে সদস্য ফরম তুলে দেন প্রধান অতিথি মোঃ শাহজাহান গাজী,