ফরিদগঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান
চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের ২০২৫ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো নবীন বরণ অনুষ্ঠান, সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১ টায়,ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ এর হল রুমে আনন্দ মুখর পরিবেশে।
এতে প্রধান অতিথি হিসেবে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন, চঞ্চালনায় নবীন বরণ উদযাপন কমিটির সদস্য ও আইসিটি প্রভাষক মোঃ মোবারক করিম খান।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক ও বাংলা 52 নিউজের ফরিদগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন। অত্র কলেজের অন্যান্য বিভাগের শিক্ষক মন্ডলী মধ্যে বক্তব্য রাখেন কে,এম মেজবাহ উদ্দিন, শাহিনা আক্তার, শরীফ হোসেন,আব্দুল কুদ্দুস, সামিয়া আফরোজ , শারমিন আক্তার, মোবারক হোসাইন মোল্লা, নিঝুম সাহা, বেলায়েত হোসেন ভূঁইয়া, হান্নান শেখ, ফাহিমা সুলতানা, আনিসুর রহমান, আকবর হোসেন, রায়হানুল হক প্রমূখ। এই সময় প্রধান অতিথি অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী সরকারি ডিগ্রী কলেজ, এই কলেজে আজ আমরা তোমাদেরকে আনন্দ মুখর পরিবেশে আজ আমরা তোমাদের এই একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বরণ করে নিচ্ছি।
আশা রাখি তোমরা নবীন থেকে প্রবীণ হয়ে এই কলেজের শিক্ষা পরিবেশ বজায় রাখবে।আমরা তোমাদের কাছে আশাবাদী,এবং কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে, মা বাবার সুনাম অক্ষুন্ন রাখবে, তোমরা হাই স্কুল পেরিয়ে আজ কলেজ মহাবিদ্যালয় এসেছে ধ্যান ধারণার চাল- চলন আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।
এটাই আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি। আগামী দিনে তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ।