ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্্যালি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভায়াশ্রমে গড়ে তুলি” দেশি মাছে দেশ ভরি”,
এই স্লোগানকে প্রতিপাদ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে
সোমবার (১৮ আগস্ট ) ২০২৫ সকাল ১১ঘটিকায়, উপজেলা চত্বরের বর্ণাঢ্য সড়ক র্র্র্যালি, উদ্বোধন, পুরস্কার বিতরণ,
উপজেলা পরিষদের পুকুরে পোণা মাছ অবমুক্ত করার মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুলতানা রাজিয়া, অনুষ্ঠান সঞ্চালনায়,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। এইসময় ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কমকর্তা বেলায়েত হোসেনের লিখত বক্তব্যর মধ্যে দিয়ে কমসূচী অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কলোল কিশোর সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল,উপজেলা
প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন ভৌমিক,মৎস্য চাষি সাংবাদিক জাকির হোসেন, ইউনুস ব্যাপারী, মিজানুর রহমান,রোকসার হোসেন পাটোয়ারী প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী গন। উপজেলা পর্যায়ে ২জন শ্রেষ্ঠ পুরস্কার পান, মনোসেক্স তেলাফিয়া উৎপাদনে খোরশেদ আলম হিরন, তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কাপ জাতীয় মাছচাষে,এম এ মাইন। ফরিদগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ মাছচাষী হিসেবে পুরস্কার প্রদান কর।