ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ রা জুলাই সকাল ১১টায়, ফরিদগঞ্জ পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা অফিসে। উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহের পাটোয়ারী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,চাঁদপুর সদর উপজেলা কমান্ডার আবুল কালাম চিশৃতী,প্রধান বক্তা চাঁদপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ফরিদগঞ্জ উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষিত মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটি ঘোষণা অনুযায়ী জেলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি গঠন উপলক্ষে আজকে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
তিনি বলেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান এবং মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রধান করা হয়। বিগত দিনে যারা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মুক্তিযোদ্ধা বানিয়েছে, যারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাদেরকে যেন মুক্তিযোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্ত না করা হয়। তাই আমরা সকল মুক্তিযোদ্ধারা আজ একত্র হয়ে আগামী দিনে আমাদের সঠিক মুক্তিযোদ্ধাদেরকে লাল সবুজের পতাকা তলে আনতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক পৌর কমান্ডার আব্দুস সামাদ পাটোয়ারী,নুরুল ইসলাম, আব্বাস উদ্দিন, আব্দুর রশিদ মিয়া, মোঃ নুরু মিয়া,মোঃ তসলিম হোসেন, বেলায়েত হোসেন, মোঃ শাহ আলম মোঃ তাফাজ্জল হোসেন, হাবিলদার আবুল কালাম, আব্দুল মান্নান পঞ্চায়েত, মোস্তাফিজুর রহমান, আব্দুস সামাদ পাটোয়ারী,আমির হোসেন মৃধা, শামসুল আলম, আলহাজ্ব শফিকুর রহমান, সুবেদার লুৎফুর রহমান,মৃত সুবেদার মেজর আবুল হাশেম এর পুত্র রাজু পাটওয়ারী, সোলেমান মিজি, আবুল কালাম মোল্লা প্রমূখ।
বার্তা প্রেরক মোঃ জাকির হোসেন
ফরিদগঞ্জ চাঁদপুর।