ফরিদগঞ্জ অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে আর্থিক অর্থদণ্ড ও ট্রাক জব্দ করেন সহকারী কমিশনার জাহিদ হাসান
সরকারি সিদ্ধান্ত অমান্য করে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নে ঘোড়াশালায় মাঠে ফসলি কৃষি জমির উপরিভাগের ( টপ সয়েল ) মাটি কাটার অভিযোগ পেয়ে ছুটে যান ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জাহিদ হাসান।
৮ই জানুয়ারি (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ রুপসা ইউনিয়নের ঘোড়াশালায় ফসলি মাঠের মাটি কাটার দৃশ্য সরজমিনে গিয়ে দেখতে পান উপজেলার সহকারী কমিশনার জাহিদ হাসান । এই চক্র টি দীর্ঘ দিন প্রশাসনের নির্দেশ অমান্য করে ফসলি (কৃষি) জমির থেকে টপ সয়েল মাটি কাটার তথ্য পান। ঘটনাস্থলে এ সময় মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ট্রাক্টর ( অনুমতি বিহীন) মালিক আরিফ হোসেন মোল্লা কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা এবং ২ টি ট্রাক্টর জব্দ করেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান কে সহযোগিতা করেন ফরিদগঞ্জ থানা পুলিশ ও রুপসা উত্তর ইউনিয়নের ভূমি কর্মকর্তা সহ বিভিন্ন উপস্থিত ব্যক্তিবর্গ।
জব্দকৃত ট্রাক্টর ২টি স্থানীয় রুপসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ মো: শফিকুর রহমান এর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জাহিদ হাসান।




















