ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট২০২৫) রাজীব চক্রবর্তী, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফরিদগঞ্জ থানা, চাঁদপুর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/মোঃ আবু তাহের সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ জুয়েল মিয়া এবং ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন প্রত্যাশী সাকিনের বড় মসজিদের সামনে হইতে সকাল ১০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া আসামীঃ মোঃ রাব্বি হোসেন তালুকদার (২০), পিতা-মোঃ শাখাওয়াত হোসেন তালুকদার, মাতা-রূপালী বেগম, গ্রামঃ চাপিলা (তালুকদার বাড়ি), ০৯নং বালিয়া ইউনিয়ন, ওয়ার্ড নং-০৪, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ হাবিবুল্লাহ মিছবাহ (১৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, গ্রামঃ দক্ষিণ গুলিশা (ভুইয়া বাড়ি), ওয়ার্ড নং-০৮, ০৯নং বালিয়া ইউনিয়ন, উভয় থানা-চাঁদপুর সদর মডেল, জেলা-চাঁদপুরদেরকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং তাহাদের ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ আটক করতঃ মাদক আইনের এজাহার দায়ের করিলে তাহার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।