ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদা দাবি করাকালে হাতে নাতে গ্রেফতার-২
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে চাদাঁবাজ সক্রিয় সদস্য চাদাঁ দাবি করা কালে হাতেনাতে ২জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
গত শনিবার (২৩আগস্ট ২০২৫) রাজীব চক্রবর্তী, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফরিদগঞ্জ থানা, চাঁদপুর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পাশে আল মদিনা হাসপাতালের সামনে হইতে বিকাল ১৭.৩০ ঘটিকায় চাঁদা দাবি করাকালে আসামীঃ ১। মোঃ মানিক মিয়া (২৯), পিতা-মোঃ বিল্লাল সর্দার, মাতা-সাহিদা বেগম, সাং-উত্তর শ্রীপুর, (ফজর আলী সর্দার বাড়ী), ০৩নং ওয়ার্ড, ০২নং বাকিলা ইউপি, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, এ/পি-সাং-কাছিয়াড়া (মাসুদ আলমের বিল্ডিং এর ভাড়াটিয়া), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মোঃ রিয়াদ (২৫), পিতা-মোঃ আলম, মাতা-রিনা বেগম, সাং-পূর্ব বড়ালী (গাজী বাড়ী), ফরিদগঞ্জ পৌরসভা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। তখন আসামীর হেফাজত হইতে বাদীর নিকট থেকে ছিনিয়ে নেওয়া দুইটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাহাদের বিরুদ্ধে চাঁদা দাবি আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।