ঢাকা , শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: মোস্তাক আমিন রিদম রিয়াদে এনটিভির আয়োজনে ৫৫তম বিজয় দিবস উদযাপন ও প্রবাস বিনোদন পর্ব-২৭ অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন দেবিদ্বারে ৬ বছরের শিশু ধ*ষ*র্ণ , চিকিৎসা পেল না প্রভাবশালীদের চাপে সারা দেশে বেশ কিছু আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চাঁদপুর হাইমচর মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ: নিহত ৭, আহত অর্ধশতাধিক পার্বত্য অঞ্চল রাঙামাটিতে পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে ঢাকায় পা রাখলেন তারেক রহমান ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের জন্য ৫০ কেজি ধান কাঁধে নিয়ে শীতের রাতে খালি গায়ে রাস্তায় সারা রাত

ফায়ার সার্ভিসের ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে কাজ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যারা প্রশিক্ষণের মাধ্যমে ফায়ার সার্ভিস পরিবারের গর্বিত সদস্য হয়ে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সকাল আটটায় দেশের আট বিভাগ থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সকাল নয়টায় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনার পর্ব শুরু হয়।

স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।

স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের জন্য এককভাবে বড় দুর্যোগ—যেমন ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা বন্যা মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দুর্যোগ মোকাবিলায় অসামান্য ভূমিকা পালন করেন। দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, স্বেচ্ছাসেবকদের জন্য কিছু সুযোগ–সুবিধা প্রদান এবং প্রশিক্ষণের মান ও সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে।
এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বেচ্ছাসেবকেরা তাঁদের নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সাম্প্রতিক ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বড় দুর্ঘটনাগুলোতে ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবকেরা অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবকদের মহড়া পরিদর্শন করেন।
পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সারাদেশ থেকে বাছাই করা ২২ জন স্বেচ্ছাসেবককে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের নিরলস ও সাহসী অবদানের প্রশংসা করেন এবং দেশের সব ধরনের দুর্যোগে স্বেচ্ছাসেবকদের দেশপ্রেম, আন্তরিকতা ও নির্ভীক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
৬৯২ Time View

ফায়ার সার্ভিসের ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে কাজ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় : ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যারা প্রশিক্ষণের মাধ্যমে ফায়ার সার্ভিস পরিবারের গর্বিত সদস্য হয়ে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সকাল আটটায় দেশের আট বিভাগ থেকে আগত স্বেচ্ছাসেবকদের নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সকাল নয়টায় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০টায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনার পর্ব শুরু হয়।

স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।

স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের জন্য এককভাবে বড় দুর্যোগ—যেমন ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা বন্যা মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দুর্যোগ মোকাবিলায় অসামান্য ভূমিকা পালন করেন। দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, স্বেচ্ছাসেবকদের জন্য কিছু সুযোগ–সুবিধা প্রদান এবং প্রশিক্ষণের মান ও সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে।
এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বেচ্ছাসেবকেরা তাঁদের নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সাম্প্রতিক ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বড় দুর্ঘটনাগুলোতে ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবকেরা অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে স্বেচ্ছাসেবকদের মহড়া পরিদর্শন করেন।
পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সারাদেশ থেকে বাছাই করা ২২ জন স্বেচ্ছাসেবককে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের নিরলস ও সাহসী অবদানের প্রশংসা করেন এবং দেশের সব ধরনের দুর্যোগে স্বেচ্ছাসেবকদের দেশপ্রেম, আন্তরিকতা ও নির্ভীক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন