সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এবিষয়ে ক্লাবটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে(বাফুফে) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
ফুটবল থেকে সাইফের সরে দাঁড়ানোর বিষয়ে বাফুফেকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছেন,’আজ দুপুরে বাফুফে সভাপতি বরাবর একটি চিঠি দিয়েছে।
সেখানে উল্লেখ করেছে, সাময়িকভাবে তাঁরা ফুটবলের সব কার্যক্রম থেকে বিরত থাকছে। এমনকি দ্বিতীয় বিভাগে তাদের যে যুব দল ছিল তারাও অংশ নিবে না। ‘ কেনো ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছে এর ব্যাখ্যায় ক্লাবটি লিখেছে,’বৈশ্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বিবেচনায় এনে তাদের পক্ষে এখন ফুটবল কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ‘
২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জয়ের পর ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অভিষেক হয় সাইফ স্পোর্টিংয়ের। দেশের শীর্ষ ফুটবলে নাম লিখিয়ে এখনো কোনো শিরোপা জিততে পারেনি দলটি। এবারের প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো তৃতীয় হয় ক্লাবটি।