কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি গ্রামের কৃষক আব্দুল জলিলের ২০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান এর আহবানে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় ওই কৃষকের ধান কেটে দেওয়া হয়।
ধান কাটায় অংশ নেন নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল কবির পিয়াস, রবিউল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক পলাশ ইসলাম, ওয়াহাদ ইউনুস, সঞ্জয় কুমার রায়, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জয়কান্ত, সহ-সভাপতি মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া সহ আরো অনেকে।