ফুলবাড়ীতে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) নাওডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজারের তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মডেল মাদরাসা ও ফয়জুল উলুম কওমী মাদ্রাসার শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।
এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা এমদাদুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জিল্লুর রহমান ও সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা।

বস্ত্র বিতরণ শেষে, সংগঠনটির প্রধান উপদেষ্টা বলেন,এই মহৎ উদ্যোগে সামিল হতে খুবই ভালো লাগছে আমরা এই শীতের দিনে শীতের পোষাক পড়ি কিন্তু আমাদের চারপাশে হাজারও এতিম শিশুরা শীতে কষ্ট করে জীবনযাপন করছেন। তিনি আরো বলেন,মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, মানবতার সেবায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বস্ত্র বিতরণ কালে সংগঠনটির সভাপতি বলেন, প্রতিবছরের মতো এবছরও শীতার্ত মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি আসুন আমরা সকলে শীতার্ত মানুষদের পাশে দাড়াই।

























