কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং কর্মসূচি কেয়ার বাংলাদেশ, এমজেএসকেএস ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে SONGO প্রকল্প সৌহার্দ্য এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জাম , সৌহার্দ্য-৩ কর্মসূচি এমজেএসকেএস এর উপজেলা সমন্বয়কারী ফজলুল হক, ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাংবাদিক রতি কান্ত রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ।