ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে স্টার লাইন ফুড ফ্যাক্টরি নামে একটি কারখানায় আগুন লেগেছে। দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগার পর তিন ঘণ্টায়ও তা নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ফেনীর কাশিমপুর এলাকার ওই খাদ্যপণ্যের কারখানায় আগুন লাগে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফেনী জেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার জানান, দুপুর ২টার কিছু আগে তারা ওই কারখানায় আগুন লাগার তথ্য পান। এ স্টেশন থেকে ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে রওনা দেয়। পরবর্তী সময়ে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকেও ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচাল পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে জানান, আশপাশের ফায়ার সার্ভিসের ৯টি স্টেশন থেকে আসা মোট ১৫টি ইউনিট ১২টি পাম্প থেকে একযোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করছে।
তিনি আরো বলেন, আশা করছি আগুন আর ছড়ানোর সুযোগ পাবে না।
কারখানা বন্ধ থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাতাসের তীব্রতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে এমনটাই জানিয়েছে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
তারা বলেন, শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আসবে।
স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন বলেন, শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনো জানতে পারিনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।