বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে যুক্ত হতো না : ড.কলিমউল্লাহ সোমবার, ১৫ মে,২০২৩ খ্রি. বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬৫৩তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী । গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইন্টারন্যাশনাল রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আকতার এবং জানিপপ’র ন্যাশনাল ভলেন্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী । সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে যুক্ত হতো না। সুবীর কুশারী বলেন,বাঙালির অর্থনৈতিক মুক্তির পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। ফারহানা আকতার বলেন,বাংলাদেশকে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের প্রয়োজন ভবিষ্যত প্রজণ্মের শুদ্ধভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা আর সেই লক্ষ্যে সবার প্রথমে আমাদের সকল স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীগুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক পর্যাপ্ত সংখ্যক বই সংগ্রহে রাখা। সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, রংপুর মহিলা লীগের সভাপতি আর্জিনা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও রাজশাহী থেকে ড. মাহবুবুল হক।