আবির হোসেন সজল, লালমনিরহাট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও
পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিহাট জেলা শাখা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে ঠিক তাদের ধারাবাহিকতায় আজ সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে লালমনিরহাট।সাড়া দেশের নেয় লালমনিরহাট জেলায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় বিজিবি ক্যান্টিন মোড়ে বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস,আর শরিফুল ইসলাম রতন, সহসাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, নির্বাহী সদস্য মোঃ বিপুল ইসলাম,সাধন চন্দ্র রায়,আবির হোসেন সজল,মোঃ আলম মিয়া প্রমুখ।