ঢাকা , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার হিন্দু মুসলিম সবাই এক হোন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন– রাণীশংকৈলে মির্জা ফখরুল। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে রাকসুর ভোট গণনা শেষ হতে ১৫ ঘণ্টা লাগতে পারে: উপাচার্য আরও তীব্র হয়েছে চট্টগ্রামে ইপিজেডের আগুন, আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনের ৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধনের নির্দেশ সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান খাগড়াছড়িতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে দুই সপ্তাহে ৪ শিশুর মৃত্যু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চাইলো প্রসিকিউশন

বনপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও ৫ নম্বর মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, পৌর ছাত্রদল নেতা রাকিব সরদারসহ পৌর বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।” তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা অবিচল থেকে সংগ্রাম করে আসছে। ৫ আগস্টের ছাত্র বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার।”

তিনি আরও বলেন,
“ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়েই স্বৈরাচারকে চিরতরে উৎখাত করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৫৩২ Time View

বনপাড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৪:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও ৫ নম্বর মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, পৌর ছাত্রদল নেতা রাকিব সরদারসহ পৌর বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।” তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা অবিচল থেকে সংগ্রাম করে আসছে। ৫ আগস্টের ছাত্র বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার।”

তিনি আরও বলেন,
“ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়েই স্বৈরাচারকে চিরতরে উৎখাত করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।