Wildlife & snake Rescue team Bangladesh (বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দল বাংলাদেশ)
সাপে কামড়ে মৃত্যুহার কমানো এবং সর্পসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের ৬ মে প্রতিষ্ঠাতা মো: সহিদুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শাহজাহানের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় বহু কাঙ্খিত সংগঠন “Wildlife And Snake Rescue Team in Bangladesh-WSRTBD.” প্রতিষ্ঠাকালীন ১৫ জন সদস্য নিয়ে ৪ঠা সেপ্টেম্বর ২০২১ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে WSRTBD.
আস্তে আস্তে সাপসহ অন্য অন্যান্য বন্যপ্রাণী ,বন্যপাখির বাসস্থান গড়ে তুলতে তাদের প্রতি অবিচার রুখে দিতে এবং পরিবেশ রক্ষামূলক আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে সংগঠনটি। যদিও তাদের বেশিরভাগ কাজ হয় সাপ নিয়ে, যেখানে তারা অনলাইন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত জনসাধারণকে সাপ নিয়ে প্রচলিত নানা কুসংস্কার ,ভুল তথ্য,চিকিৎসা পদ্ধতি,গোঁড়ামি রুখে দিতে কাজ করে যাচ্ছে সমান তালে। এছাড়া খবর পাওয়া মাত্র বসতবাড়ি ,আঙিনা কিংবা বিপদগ্রস্ত অবস্থা থেকে সাপ উদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে থাকে সংগঠনটি । যেহেতু এরা পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন , এ ধরনে কাজের জন্য তারা কোন প্রকার টাকা গ্রহণ করে না , স্বেচ্ছায় কাজগুলো তারা করে থাকে । যখনি সাপে কাটা রোগীর খবর আসে, তারা রোগীকে সর্বোচ্চ কাউন্সেলিং করে হাসপাতালে পাঠানো সহ রুগিকে নিয়ে যাওয়া, দেখভাল করা এবং বিভিন্ন মেডিকেলে মাসিক ভিত্তিতে সাপে কাটা রোগীদের মনিটরিং এর কাজ গুলো তারা করে থাকে।
সাপ নিয়ে আগ্রহী তরুণ-যুবকদের নিয়ে আলাদা লার্নিং সেশান আয়োজন করে কয়েকমাস পর পর, তাও বিনামূল্যে শেখানো হয় এবং সর্প বিষয়ক সার্বিক জ্ঞান আহরণের পর তাদেরকে ফিল্ড ট্রেনিং দেওয়া হয়।
সংগঠনটির পরিচালক জানান, আমরা সরকার কিংবা বন বিভাগ কারো থেকে কোন প্রকার আর্থিক প্রনোদনা পেয়ে থাকিনা,মেম্বার রা মিলে মাসিক ৫০/১০০ টাকা করে সংগঠন এর ফান্ড তৈরি করে, মেম্বারদের বিভিন্ন রেস্কিউ তে পাঠানো হয়।
সংগঠনটি ৪০টির অধিক জেলায় অ্যাক্টিভলি কাজ করছে ১০০ এর বেশি স্বেচ্ছাসেবক নিয়ে ।এছাড়া ইনফর্মার শুভাকাঙ্ক্ষী ,শিক্ষানবিশসহ প্রায় ১০০০ এর বেশি কাজ করছে অনলাইন প্ল্যাটফর্মে।
সংগঠনটির মূল লক্ষ্যই হচ্ছে সাপে কাটা থেকে মানুষ কে বাচানো,সচেতন করা এবং বন্যপ্রাণীর অধিকার নিশ্চিত করা, তাদের বাসস্থান,অধিকার নিশ্চিত করা।