বরগুনায় পুলিশ মেমোরিয়াল ডে, পালিত

অন্যান্য
বরগুনা জেলা প্রতিনিধিঃ পহেলা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে, উপলক্ষে বরগুনায় স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা,পেশাগত কর্তৃব্যরত অবস্হায় জীবন উৎসর্গকারী ৯ পুলিশ সদস্যর পরিবারকে সন্মাননা দেয়া হয়।সকাল ১০টায় পুলিশ লাইনে স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান,পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা ও সন্মাননা অনুষ্টানে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার,তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এস,এম,তারেক রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদি হাছান,প্রেসক্লাব সভাপতি আ্যাডঃ সঞ্জীব দাস,পুলিশ পরিবার সদস্য, জাকির হোসেন,জুবায়ের রশিদ,প্রমূখ। আলোচকরা বলেন,পুলিশ সততা, নিষ্টার সাথে দায়িত্ব পালন করলেও তাদের যোগ্য প্রাপ্য দিতে আমরা আগ্রহি নই। অপরাধীদের পিছনে ছুটে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কাজ করায় অনেকে উদ্দোশ্যমূলক ভাবে পুলিশকে অপরাধীদের সাথে জড়িয়ে ফেলেন।মহান মুক্তিযুদ্বে দেশ মাতৃকায় উদ্বুদ্ধ হয়ে পুলিশই প্রথম হানাদারদের প্রতিরোধ করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *