ইমাম হোসেইন
নবীনের আগমনে মুখরিত পুরো ক্যাম্পাস, কল-কাকলতি ভরে উঠেছে চারপাশ।বিশ্বকবি রবীন্দ্রনাথের নবীনবরণ নিয়ে লেখা সেই উক্তি স্মরণে চলে আসলো,
“ফাগুনের নবীন অনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে। দিল তারে বনবীথি কোকিলের ভরি দিল বকুলের গন্ধে।”
পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভগের আয়োজনে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ রোজ সোমবারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তজার্তিক সম্মেলন কক্ষে ফল-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অ্যালাইড হেলথ অ্যান্ড সায়েন্স অনুষদের সম্মানিত ডিন, প্রফেসর ডাঃ মোঃ বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এম এ রহিম এবং পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. নিজাম উদ্দিন।
এছাড়া সকল অতিথি, বিভাগের নিবেদিত প্রাণ সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং প্রশাসনিক কর্মকর্তা সকলে
উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণোচ্ছল করে তুলেছিলেন।
বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হলো।