ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে চার দেশকে নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান। ইতোমধ্যে চারটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।
চারটি দেশ হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পিসিবি বোর্ডগুলোকে জানাচ্ছে, উপমহাদেশের কন্ডিশন কেমন হতে পারে সেই সম্পর্কে ধারণা নিয়ে বিশ্বকাপে যেতে পারবে দলগুলো।তবে বোর্ডগুলোর মধ্যে আলোচনা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পিসিবি চাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব না হলে অন্তত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে।
বিশ্বকাপের আগে এশিয়া দেশগুলো সেপ্টেম্বরের ১ থেকে ১৭ ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপে অংশ নেবে। পাকিস্তানের লাহোর এবং শ্রীলঙ্কার গল ও পাল্লেকেল্লেতে এই আসরের সূচী মঙ্গলবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।