Wednesday , 24 April 2024
শিরোনাম

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রেখেছেন আবদুল মুহিত: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রাজ্ঞ মানুষকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। তার এই চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দেশের জন্য ক্ষতি, আমাদের দলের জন্য ক্ষতি। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে আবদুল মুহিতকে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, প্রয়াত অর্থমন্ত্রী একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশ আজকে স্বল্প আয়ের থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে যে আজকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীকে সহায়তা করেছেন। তার মাধ্যমে দেশের সর্বমোট ১২টি বাজেট পেশ হয়েছে। তারমধ্যে আওয়ামী লীগের হয়ে তিনি ১০টি বাজেট পেশ করেছেন।

তিনি বলেন, আবদুল মুহিতের কাছে নম্রতা, ভদ্রতাসহ অনেক কিছু শেখার ছিল। তিনি আমাদের ছেলের মতো আপন করে নিতেন। সেটি অভাবনীয় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

Check Also

পৌর ছাত্রলীগের আরাফাত সানির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

লুৎফুর রহমান রিপন ।। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x