২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টের একাদশে থাকা ৬ জন এবারও আফগানিস্তানের দলে আছেন। এবারের দলে নতুন মুখ হিসেবে আছেন বেশ কয়েকজনখবরটা
বাংলাদেশের জন্য স্বস্তিরই বলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে ম্যাচসেরা রশিদ খানের স্পিন ছোবলেই দিক হারিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। চার বছর আগের সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তারকা এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। স্পিনের সেরা অস্ত্রকে ছাড়াই এবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আসবে আফগানরা।
বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে রাখা হয়নি রশিদকে। কী কারণে তিনি দলে নেই, তা অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চোটের কারণে রশিদকে দলে নেয়া হয়নি।
কিছুদিন আগে চোটে পড়া রশিদ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে তৃতীয় ওয়ানডে খেললেও টেস্ট খেলার মতো অবস্থায় নেই আফগানদের বোলিং আক্রমণের কাণ্ডারী। এ কারণেই হয়তো তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আফগানিস্তান।
২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্টের একাদশে থাকা ৬ জন এবারও আফগানিস্তানের দলে আছেন। তারা হলেন হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই ও জহির খান এবারও আসছেন বাংলাদেশ সফরে।
চার বছর আগের সেই ম্যাচে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন রশিদ, এবার হাশমতউল্লাহর নেতৃত্বে খেলবে তারা। এবারের দলে নতুন মুখ হিসেবে আছেন বেশ কয়েকজন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান বাহির শাহ, দুই পেসার ইব্রাহিম আব্দুল রাহিমজাই, নিজাত মাসৌদ, তরুণ লেগ স্পিনার ইজহারুল-হক নাভিদ ও পেস অলরাউন্ডার করিম জানাত।
বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। আগামী ১০ জুন বাংলাদেশে আসবে তারা। টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে। টেস্ট শেষে হোম ভেন্যু ভারতের দেরাদুনে ফিরে যাবে আফগানিস্তান। ঈদের বিরতির পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১ জুলাই আবার বাংলাদেশ আসবে তারা।
আফগানিস্তান টেস্ট স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।
রিজার্ভ: জিয়া-উর-রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।