গত ৫ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ভারতের মাটিতে শুরু হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তবে শুরুটা মোটেও ভাল হয়নি ইংলিশদের। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে একরকম উড়ে গেছে বাটলার-বেয়ারস্টোরা। এবার সেই ক্ষতে প্রলেপ দিতে এবার বাংলাদেশকে ইংলিশ পাওয়ার দেখাতে চায় তারা।
বিশ্বমঞ্চে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইংল্যান্ড। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিবরা। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরেই ইংলিশরা বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে।
তবে ধর্মশালায় সাকিবদের মুখোমুখি হবার আগে আগের কিছু নিয়ে ভাবছে না ইংল্যান্ড দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় হুমকি কি না, এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘না মোটেও না। বাংলাদেশের বিপক্ষে মাত্রই তো দারুণ একটা ম্যাচ খেললাম। তারা অনেক ভালো দল, আমরা প্রত্যেক প্রতিপক্ষকেই সম্মান জানাই। বিশ্বকাপে তো কঠিন লড়াই আশা করবেন। দুই দলই একটা করে ম্যাচ খেলল। দল হিসেবে আমরা অনেক আত্মবিশ্বাসী।’
সম্প্রতি অতি আক্রমনাত্নক ক্রিকেটে অভ্যস্ত ইংল্যান্ড। ধর্মশালার উইকেটেও কি বাজবল ব্রান্ড ধরে রাখবে ইংল্যান্ড? এমন প্রশ্নে বাটলার বলেন, ‘যেমনই হোক, আমরা কন্ডিশন ও উইকেট অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে মাঠে নামব। গতকাল আর আজ ভালো প্রস্তুতি নিয়েছি। মাঠে নেমে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে আমরা মুখিয়ে আছি। গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে আমরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছি। ছেলেদের মধ্যে ভালো করার ক্ষুধা রয়েছে।’