গতকাল ১৮ ডিসেম্বর (সোমবার) কুমিল্লা সদর-৬ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (BSP)’র একতারা প্রতীক বরাদ্দ পেয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স, দুর্গাপুর উত্তর, ধর্মপুর, চম্পকনগর, দীঘির পাড়, খেতাসা এবং নোয়াপাড়া এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতারা প্রতীক নিয়ে গনসংযোগ করেন আব্দুল মজিদ সুজন।
তিনি বলেন, কুমিল্লাবাসীপরিবর্তন চায়। যদি তিনি নির্বাচিত হন তাহলে কুমিল্লা সদর আসনকে পরিবর্তন করবেন। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা সহ সকল অবকাঠামো উন্নয়নে কাজ করে যাবেন।
তাছাড়া আরো বলেন, তিনি যুবকদের নিয়ে কাজ করতে চান। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ সকল অনিয়মের বিরুদ্ধে তিনি সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণায় আব্দুল মজিদ সুজনের সাথে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি’র কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও সাধারন সম্পাদক কুমিল্লা জেলা মোঃ হাবিবুর রহমান পায়েল, মোঃ ইস্রফীল সাধারন সম্পাদক কুমিল্লা সদর থানা, মোঃ মুর্শেদ খান পভন সদস্য নির্বাচন সমন্বয় কমিটি, মোঃ রায়হান উদ্দিন সদস্য নির্বাচন সমন্বয় কমিটি, ডাক্তার সালাউদ্দীন সেলিম সদস্য নির্বাচন সমন্বয় কমিটি, মোঃ কামরুজ্জামান সোহাগ দপ্তর সম্পাদক, শরীফুর রহমান লাভলু সহ দপ্তর সম্পাদক, মোঃ আবু নোমান সদস্য নির্বাচন সমন্বয় কমিটি, মোঃ জহির সদস্য আদর্শ সদর, কামরুজ্জামান সদস্য আদর্শ সদর।