DIMDEX – 2022 অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ( অব . ) তারিক আহমেদ সিদ্দিকী , বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ , বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বাংলাদেশ সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ গত ২০ মার্চ ২০২২ তারিখ কাতারে এসে পৌছেছেন ৷
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ
করেছেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কাতার বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া৷
মাননীয় সেনাপ্রধান কাতার ডিফেন্স মিনিস্ট্রিতে বৈঠক শেষে মোহাম্মাদ ইসমাইল মিয়া সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সেনাপ্রধান জানান কাতার ডিফেন্স মিনিস্ট্রিতে তিন বাহিনীর প্রধানদের সাথে মত বিনিময় হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে৷ মাননীয় সেনা প্রধানের সাথে এ সময় উপস্থিত ছিলেন
কাতারে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন সহ সামরিক বাহিনীর বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ৷
এ সময় উপস্থিত সকলকে মোহাম্মদ ইসমাইল মিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন৷