মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে ডিআই সিনিয়র ফেলোদের আয়োজনে স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর এডভোকেসি সভা USAID এর অর্থায়নে ২৮আগষ্ট সোমবার সকাল ১০টায় বান্দরবান স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র ফেলো বান্দরবান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান ভূঁইয়া ও ডি.আই সিনিয়র ফেলো বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম বাহাদুর এডভোকেসি সভার আয়োজন করেন।
সভায় উপস্থিত ছিলেন ডিআই সিনিয়র মাস্টার ট্রেইনার কেলু মং মারমা, জাতীয় পার্টি বান্দরবান জেলা কমিটির সহ- সভাপতি মোঃ বেলাল, সাধারণ সম্পাদক মোঃ শওকত জামান মিশুক,
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন, ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামের ২২তম ব্যাচের বান্দরবানের মাল্টিপার্টির তিন ফেলো; যথাক্রমে আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো মুহাম্মদ সাইফুল ইসলাম সনেট,জাতীয় পার্টির রাজনৈতিক ফেলো সাংবাদিক মুহাম্মাদ আলী, এবং বিএনপির রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, বান্দরবান পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর উজালা তংচঙ্গা সহ তিন রাজনৈতিক দলের ২৫ জন তরুণ তরুণী উপস্থিত ছিলেন। উক্ত এডভোকেসি সভায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা সম্মিলিত আলোচনার ভিত্তিতে তরুণদের সামাজিক সমস্যা হিসেবে কিশোর গ্যাং, রাজনৈতিকভাবে অপব্যবহার, ইভটিজিং, মাদকাসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বোলিং, তথ্য প্রযুক্তির অপব্যবহার চিহ্নিত করেন।
তরুণীদের উল্লেখযোগ্য সামাজিক সমস্যা হলো বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়া, সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, কর্মসংস্থানের অভাব, সামাজিক নিরাপত্তার অভাব, রাজনৈতিক অধিকারের সমতার অভাব, যৌতুক প্রথা। উক্ত সমস্যার সমাধানের জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাইবার সিকিউরিটি আইনের সঠিক প্রয়োগ, পারিবারিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে সরকারের পর্যাপ্ত বাজেট, বাল্যবিবাহরোধে সামাজিক, পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগ এবং শাস্তি নিশ্চিত করা, যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, নারীদের রাজনৈতিক সমতা নিশ্চিত করা, পর্যাপ্ত কারিগরি শিক্ষা, আউটসোর্সিং এর জন্য দক্ষতা বৃদ্ধি ও ট্রেনিং প্রোগ্রাম করা। বান্দরবান পৌরসভায় মশার উপদ্রব হ্রাসে কার্যকরী (চলমান) পদক্ষেপ নিয়মিত বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নাগরিক সেবা বিশেষতঃ নবনির্মিত ড্রেনেজ গুলোর সঠিক রক্ষণাবেক্ষন , ব্যবস্থাপনা ও তদারকির জন্য জন্য এডভোকেসি সভা হতে জোর দাবী জানান।