Wednesday , 24 April 2024
শিরোনাম

বান্দরবান ৪নং সুয়ালক ইউপি’র-২০২২-২৩ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: “বাজেট সভায় অংশ গ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলব” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান সদর উপজেলার ৪নংসুয়ালক ইউনিয়ন পরিষদ এর ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভা ৪নংসুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয় সভা কক্ষে ০৮মে রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।

৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা এর সভাপতিত্বে উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহ্লা র্মামা এর সঞ্চালনায় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য শৈক্য হ্লা মারমা (সুমন) মেম্বার, ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুস ছবুর মেম্বার,২নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দীন মেম্বার, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আলম মেম্বার,৪নং ওয়ার্ড সদস্য রেদামং মারমা, সুয়ালক ফারুক পাড়া ৬নং ওয়ার্ড সদস্য লাল হাই বম, ৭নং ওয়ার্ড সদস্য ইয়ং রিং ম্রো,সুয়ালক গয়াল মারা ৮নং ওয়ার্ড সদস্য মোঃ রমজান আলী মেম্বার, সুয়ালক ভাগ্যকুল ৯নং ওয়ার্ড সদস্য মোঃ দুদু মিয়া মেম্বার, সুয়ালক ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা কুলসুমা বেগম, সুয়ালক ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা মাসাথূই মারমা, সুয়ালক ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা সালমা আক্তার, সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, জিওএনজি প্রতিনিধিগণ সহ ৪নং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া সরদার/কারবারীগন,গ্রাম পুলিশগন, এলাকার প্রবীন মুরব্বী স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ৪নং সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আমার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ বাসীর জন্য এই ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা, এই সভার মাধ্যামে আমাদের ইউনিয় পরিষদের আয়-ব্যায় তুলে ধরেছি, আমরা বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কৃষি পণ্য,গৃহ পালিত পন্য,বিভিন্ন ফসল এর উপর যে কর বা টেক্স ধার্য করেছি,তার উপর ইতিমধ্যে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন, তা আমরা বিবেচনায় এনে পরবর্তীতে সংশোধন করা হবে।

আপনারা এলাকার কোথায় কি কি সমস্য,জনগণের কি কি প্রয়োজন আছে তা আপনারা ইতিমধ্যে তুলে ধরেছেন,আমরা এলাকার উন্নয়নে বিশ্বাসী,এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা,খিয়াং-মন্দির,স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বপরি জনগণের উন্নয়ন করা আমাদের লক্ষ্য ও উদ্যোশ্য। এই উন্নয়নে আপনারাও অংশিদার,আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ,রাষ্ট্র গড়ে তুলি,উন্নয়নমূলক রাষ্ট্র গড়তে আমরা সরকারকে সহযোগিতা করি। সভায় সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x