বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। সোমবার (১৭ এপ্রিল) এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার (১৪ এপ্রিল) আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করায় বাফুফের সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে যায়। সোহাগের স্থলাভিষিক্ত হয়েছেন তুষার। তিনি এতোদিন ছিলেন ফেডারেশনের সভাপতির ব্যক্তিগত সহকারী ও প্রটোকল ম্যানেজার। এবার থেকে দেশের ফুটবলের নির্বাহী পদের দায়িত্বও সামলাবেন তিনি।
ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আপদকালিন সময়ের জন্য। বাফুফে জানিয়েছে তিন থেকে ছয় মাসের মধ্যেই স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে। গুঞ্জন রয়েছে সোহাগের মতো তুষারও সালাউদ্দিনের কাছের মানুষ। তাই তাকেই স্থায়ী করতে পারেন বাফুফে প্রধান।
এদিকে ফিফার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে বাফুফে। সভা থেকে বেরিয়ে এসব তথ্য দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।
এসময় তিনি বলেন, আবু নাঈম সোহাগকে আর কখনো বাফুফেতে ফেরানো হবে না।