রাজশাহী প্রতিনিধি:-
২০ আগস্ট শনিবার রাজশাহীতে বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর মালোপাড়াস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি, রাজশাহী বিভাগীয় দলনেতা মিজানুর রহমান মিনুর সভাপতিত্ব করেন।
জ্বালানী তেল, পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট থেকে সারা দেশে জেলা-মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ-মিছিল এর কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
এই কর্মসূচী সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য জিএম সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইউসুফ তালুকদার,সাবেক এমপি সালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন বুলু, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব,সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, সাবেক সংসদ সদস্য কাজি রফিক, সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার শিরিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রমেশ দত্ত, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল,নাটোর জেলাবিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামসুল হক, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর নান্নু এসকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের সকল জেলার আহবায়ক/সদস্য সচিববৃন্দ।
সমন্বয় সভা যৌথ ভাবে পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈযদ শাহীন শওকত খালেক,ওবায়দুর রহমান চন্দন।