বিএনপির গণসমাবেশ শুরু হওয়ার পর দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার দেড়টার পর দলটির গণসমাবেশ থেকে এই ঘোষণা এলো।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা চলছিল। দলের একজন নীতিনির্ধারক জানান, বিএনপি গণসমাবেশ থেকে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ দাবি করবে এবং ১০ দফা রূপরেখা দেবে।এর ভিত্তিতে যুগপৎ আন্দোলন শুরুর ডাকও দেওয়া হবে। এ অবস্থায় বিএনপির সংসদ সদস্যদের সংসদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই এমপিদের পদত্যাগের পক্ষে মত দিয়েছেন নীতিনির্ধারকরা।